Logo

জাতীয়

ঈদের ছুটিতে ঢাকাবাসী নিরাপদ থাকবেন : স্বরাষ্ট্র সচিব

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১৩:৩০

ঈদের ছুটিতে ঢাকাবাসী নিরাপদ থাকবেন : স্বরাষ্ট্র সচিব

এবার ঈদের ছুটিতে ঢাকায় যারা বাসা-বাড়িতে থাকবেন তারা নিরাপদ থাকবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

এবার বেশ লম্বা ছুটি, এ ছুটিতে যারা ঢাকায় থাকবেন তাদের নিরাপত্তায় কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? এমন প্রশ্নের জবাবে নাসিমুল গনি বলেন, ‘যাদের গাড়ি আছে তারা খুব আরামে যেতে পারবেন। যাতায়াত করতে পারবেন। যারা বাসা-বাড়িতে আছেন তারাও ইনশাআল্লাহ নিরাপদ থাকবেন।’

‘কারণ ৯৯৯-এ আপনারা চেষ্টা করে দেখতে পারেন, আমি রাত ১টার সময় নিজে চেষ্টা করেছি দেখি কী হয়। তারা সঙ্গে সঙ্গে রেসপন্স করে এবং সঙ্গে সঙ্গে পুলিশ যায়। সবচেয়ে বড় বিষয় আমাদের এর আগে বাহিনী সচল ছিল না, বাহিনীটা সচল হয়েছে। তারা চেষ্টা করছে। এখন... কথা থাকতে পারে, তারা চেষ্টা করছে এবং চেষ্টা অব্যাহত থাকবে।’ বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।

আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, পুলিশের ছুটি নেই। তারা ২৪ ঘণ্টা ডিউটি করবেন। একটি বিপুলসংখ্যক মানুষ ঢাকা থেকে চলে যাবেন। তাদের যাত্রাটা সুবিধাজনক করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। স্থানীয় বাস মালিক সমিতি, পরিবহন সমিতি তাদের সহযোগিতা নিয়ে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছি।’

নাসিমুল গনি বলেন, ‘ইনশাআল্লাহ, আমরা আশা করছি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটবে না। আইনশৃঙ্খলা বাহিনী অনেক সতর্কতার মধ্যে থাকবে এই সময়টায়। আশা করি, আল্লাহ আমাদের দেশকে যত রকমের বিপদ থেকে রক্ষা করেছেন এবারও তার রহমতের চাদরে আমাদের সবাইকে ঢেকে রাখবেন এবং ইনশাআল্লাহ আমরা নিরাপদ।’

পুলিশের ছুটি কি বাতিল করা হয়েছে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘তাদের তো ২৪ ঘণ্টাই ডিউটি। থানা এমন একটি অফিস যেটা ১৮৬১ সালে শুরু হয়েছিল, দিবারাত্র চলেছে, ২০২৪ সালের আগে এই দেশে আর কোনো দিন থানা বন্ধ হয়নি। এখন আবার চালু হয়েছে। সব থানা চালু থাকবে।’

মহাসড়কের নিরাপত্তায় বিশেষ কিছু আছে কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘হাইওয়ের নিরাপত্তায় অতিরিক্ত নজরদারি নেওয়া হয়েছে। আমাদের হাইওয়ে পুলিশ সচল আছে এবং বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা যে ব্যবস্থা নিয়েছি, এবার যাত্রার সময় যাত্রীরাও তা দেখতে পারবেন।’

এনএমএম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর