গাড়ি চুরির অভিযোগ
হাছান মাহমুদের সহযোগী সবুরের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ১৯:৪৮

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পতিত সাবেক সরকারের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সহযোগী আবদুস সবুরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গাড়ি চুরির অভিযোগ এনে গত ৯ মার্চ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন এক চালক।
মামলার আসামিরা হলেন, চট্টগ্রামের বাকলিয়া থানার জেয়াবুল হকের ছেলে আবদুস সবুর (৪২) এবং হালিশহর থানার বউ বাজার আমতল এলাকার জয়নাল আবেদীনের ছেলে মনির (৫০)।
বাদীর অভিযোগ অনুযায়ী, ৯ মার্চ সন্ধ্যা ৭টার দিকে তিনি ব্যবসায়িক লেনদেনের জন্য ১ কোটি ৪৭ লাখ টাকা নিয়ে খাতুনগঞ্জ থেকে হালিশহরের আইএসটি ট্রেডিংয়ের ম্যানেজারের কাছে যাচ্ছিলেন। হালিশহরের সবুজবাগ মোড়ে পৌঁছালে মোটরসাইকেলে আসা ৪-৫ জন ব্যক্তি তার ব্যবহৃত প্রাইভেটকার (চট্ট মেট্রো-গ-১১-৫৯১৩) ব্যারিকেড দেয়।
এ সময় আসামিরা মুখ চেপে ধরে বাদীকে লোহার রড দিয়ে আঘাত করে এবং মেরে ফেলার হুমকি দেয়। পরে তারা গাড়িটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের কাছে জিজ্ঞাসাবাদের পর বাদী জানতে পারেন, ঘটনার সঙ্গে আবদুস সবুর ও মনির জড়িত। থানায় অভিযোগ দিতে গেলে তাকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়।
স্থানীয় সূত্র মতে, আবদুস সবুর হাছান মাহমুদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। জমি দখলসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ২০০২ সালে সাতকানিয়া থানায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয় এবং তিনি এক বছর কারাগারে ছিলেন।
গত আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে হাছান মাহমুদের সঙ্গে থাকা তার ছবি মুছে ফেলেন। কিছুদিন আত্মগোপনে থাকার পর তিনি আবার প্রকাশ্যে এসে চোরাকারবারির সঙ্গে যুক্ত হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনির হোসেন জানান, গাড়িটি বাকলিয়া থানা এলাকায় রয়েছে বলে জানতে পেরেছি। মামলার বাদীর সঙ্গে যোগাযোগ করেছি। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেব।
এটিআর/