Logo

জীবনানন্দ

ছড়া

বাঁচার উপায় রোজা

Icon

শামসুল আরেফীন

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১৭:৫২

বাঁচার উপায় রোজা

রোজা এলে মুমিন হৃদয়
খুশির মাঝে ভাসে,
নেক আমলের ফলে মনে
শীতলতা আসে।

ইবাদতের মাঝে মুমিন
সদাই থাকে রত,
বড় থেকে ছোট আমল
করে ইচ্ছে মতো।

রোজা আসে নাজাত নিয়ে
চাইতে হবে ক্ষমা,
রোজার মাসে মোচন করো
যা আছে পাপ জমা।

রমজান এক বড় সুযোগ
আত্মশুদ্ধি করো,
রবের দেওয়া হুকুম বিধি
সবাই আঁকড়ে ধরো।

নরক থেকে বাঁচার উপায়
রমজানের-ই রোজা,
সঠিক জেনে সত্যপথে
চলুন সবে সোজা।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর