-67c59806571ab.jpg)
রোজা এলে মুমিন হৃদয়
খুশির মাঝে ভাসে,
নেক আমলের ফলে মনে
শীতলতা আসে।
ইবাদতের মাঝে মুমিন
সদাই থাকে রত,
বড় থেকে ছোট আমল
করে ইচ্ছে মতো।
রোজা আসে নাজাত নিয়ে
চাইতে হবে ক্ষমা,
রোজার মাসে মোচন করো
যা আছে পাপ জমা।
রমজান এক বড় সুযোগ
আত্মশুদ্ধি করো,
রবের দেওয়া হুকুম বিধি
সবাই আঁকড়ে ধরো।
নরক থেকে বাঁচার উপায়
রমজানের-ই রোজা,
সঠিক জেনে সত্যপথে
চলুন সবে সোজা।
এমএইচএস