Logo

জীবনানন্দ

কবিতা

পরিশুদ্ধির গান

Icon

আমজাদ হোসাইন

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১১:৫৩

পরিশুদ্ধির গান

জন্মভূমির রক্তিম ভোর,
সংগ্রামের গন্ধে ভিজছিল শ্বাস,
চোখে চোখে ছিল প্রতিজ্ঞার আগুন,
আর হৃদয়ে বুনেছিল পরিবর্তনের বীজ।

জঞ্জালের ভেতর থেকেও ফুটে উঠেছে আলো,
অমানুষের ভিড়ে মানুষ খুঁজে পেয়েছে পথ।
সংগ্রামের প্রতিটি পদক্ষেপ যেন বলে যায়—
এই মুক্তি কেবল শুরু, পরিণতি নয়।

এবার সময়, হৃদয়ের মেঘ কেটে ফেলে
নিজেকে নতুন করে দেখার।
সময় আত্মাকে পরিশুদ্ধ করার,
লোভ, হিংসা, বিদ্বেষের বাঁধন ছিঁড়ে
হয়ে উঠার সত্যিকার মানুষ।

আমরা যেন ভুলে না যাই
যে যুদ্ধের উদ্দেশ্য ছিল শুদ্ধতার জয়।
তাই আসো, অমানুষের ছায়া পেরিয়ে
মানুষ হই, আলোর পথে হাঁটি,
নিজের ভেতরের অন্ধকার ভেঙে
এক নতুন ভোরে গান করি।

এখনই সময়—
মানুষের গান গাওয়ার।
পরিশুদ্ধির বিপ্লব শুরু করার।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর