Logo

জীবনানন্দ

কবিতা

আজকাল ভাইরাল

নাঈম রহমান

নাঈম রহমান

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৬

আজকাল ভাইরাল

আপনারা কারা?

আমি হৃদয় জার্নাল থেকে এসেছি,
কিছু বলুন...
আমি ধৈর্য, 
কিছু বলুন,
দৈনিক বাস্তবতায় ছাপা হবে।

কী জানতে চান? 

শুনেছি সময়টা বেশ খারাপ যাচ্ছে,
বেঁচে থাকাটাই নাকি বিলাসিতা?

নাহ, তেমন কিছু না,
হৃদয়ে ঢিলেঢালাভাবে দুঃখ উদযাপন হচ্ছে
আর আপাতত,
টিকে থাকাটাই আনন্দের, 
ধন্যবাদ।

ভাইরাল হওয়ার মত কিছু বলবেন?

দুঃখিত,
আপাতত বই ছাপানোর ইচ্ছে নেই।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর