‘৭১ ও ২৪-এর উদ্দেশ্য সাধারণ মানুষের জীবন-জীবিকা সুষ্ঠু করা’

সাভার প্রতিনিধি
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ০৯:১৭

ছবি : বাংলাদেশের খবর
অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ৭১ ও ২৪-এর উদ্দেশ্য সাধারণ মানুষের জীবন-জীবিকা সুষ্ঠু করা। সে লক্ষ্যে সরকার যথাসাধ্য চেষ্টা করবে।
বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘২৬ মার্চ মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল। আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি তাঁদের, যাঁরা শহীদ হয়েছেন এবং যাঁরা আহত হয়েছেন। তাঁদের আত্মত্যাগের ফলেই আজকের স্বাধীন বাংলাদেশ। আমরা এই দিবসে অঙ্গীকার করি—বাংলাদেশকে আরও সুখী ও সমৃদ্ধশালী দেশে পরিণত করব, যাতে বিশ্ব সমাজে আমাদের মর্যাদা বৃদ্ধি পায় এবং দেশের মানুষ আরও ভালো জীবনযাপন করতে পারে।’
তিনি আরও বলেন, ‘২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানও একটি বিশেষ দিন। এ দুটি দিন—২৬ মার্চ ১৯৭১ ও ২৪ জানুয়ারি ২০২৪—জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা যথাযথ মর্যাদার সঙ্গে দিনগুলো পালন করব। এ দুই দিবসের মূল উদ্দেশ্য সাধারণ মানুষের জীবন-জীবিকা সুষ্ঠু করা। সে লক্ষ্যে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব এবং সবার সহযোগিতা কামনা করছি।’
আরিফুল ইসলাম সাব্বির/এআরএস