Logo

জাতীয়

জনগণের আস্থা আনতে ঐকমত্যে পৌঁছানো ছাড়া উপায় নেই: রিজওয়ানা হাসান

Icon

সাভার প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ০৯:২৪

জনগণের আস্থা আনতে ঐকমত্যে পৌঁছানো ছাড়া উপায় নেই: রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জনগণের আস্থা অর্জন করতে হলে যে সংস্কারগুলোর প্রভাব সরাসরি জনগণের ওপর পড়ে, সেগুলো নিয়ে ঐকমত্যে পৌঁছানো ছাড়া কোনো উপায় নেই।

বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, ‘প্রতিটি সরকারেরই কিছু চ্যালেঞ্জ থাকে। তবে বর্তমানে যেসব সংস্কার প্রক্রিয়া চলছে, সেগুলো নিয়ে জাতীয় ঐকমত্য গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এটিকে চ্যালেঞ্জ বলা হোক বা না হোক, এটি একটি অবিচ্ছেদ্য ধাপ। এ বিষয়ে সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে, যা আমাদের জন্য বড় একটি অর্জন হবে। পাশাপাশি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করে জনগণের প্রত্যাশা পূরণ করাও বড় দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—জুলাই ও আগস্টে ঘটে যাওয়া হত্যাকাণ্ড ও বর্বরতার সুষ্ঠু বিচার। আমাদের সীমিত সময়ের মধ্যেই আমরা চেষ্টা করব, অন্তত কিছু মামলার রায় যেন জনগণের সামনে আনা যায়, যাতে মানুষ ন্যায়বিচার নিয়ে আশাবাদী হতে পারে।’

ঐকমত্য কতটা অর্জন করা সম্ভব—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের প্রত্যাশা হলো জাতীয় স্বার্থে ব্যক্তিগত ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐকমত্য গঠন করা। তবে প্রত্যেক ব্যক্তি ভিন্নভাবে বিষয়গুলো দেখে, দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকে। সেই পার্থক্যগুলো কমিয়ে এনে একটি অভিন্ন অবস্থানে পৌঁছাতে কিছুটা সময় লাগবে। এটি একটি ধাপে ধাপে এগিয়ে চলার প্রক্রিয়া। তবে জাতীয় স্বার্থকেই সবার আগে গুরুত্ব দেওয়া উচিত। অভিজ্ঞ রাজনীতিবিদরা নিশ্চয়ই এই বিষয়ে যথাযথ ভূমিকা রাখবেন।’

তিনি বলেন, ‘আমি মনে করি, জনগণের আস্থা অর্জন করতে হলে জনগণের জন্য প্রয়োজনীয় সংস্কারগুলোতে ঐকমত্য ছাড়া কোনো উপায় নেই।’

আরিফুল ইসলাম সাব্বির/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর