Logo

জাতীয়

২৬ ঘণ্টা অবস্থানের পরও সরকারের আশ্বাস পাননি জুলাইয়ের আহতরা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১৬

২৬ ঘণ্টা অবস্থানের পরও সরকারের আশ্বাস পাননি জুলাইয়ের আহতরা

টানা ২৬ ঘণ্টা অবস্থানের পরও সরকার থেকে কোনোরকম আশ্বাস পাননি জুলাই আন্দলোনে আহতরা। যে কারণে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে ফের অবস্থান নিয়েছেন তারা। এর আগে বুধবার দুপুর থেকে অবস্থান নিয়ে উপদেষ্টার কার্যালয়ের মূল ফটক আটকে দেন তারা।

সরেজমিন ঘুরে দেখা যায়, প্রায় ২৫-৩০ জন আন্দোলনকারী শান্তি পূর্ণভাবে অবস্থান করছেন গেটের সামনে। জাতীয় পতাকাবাহী সরকারি কোনো গাড়ি ফটকের সামনে আসলেই তারা স্লোগান দিচ্ছেন— ‘এক দুই তিন চার, সব শালা বাটপার।’

আন্দোলনকারীরা জানান, বুধবার রাতে এখানেই (প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে) তারা অবস্থান করেছেন। সকালে অনেকে আশেপাশে কোথাও গিয়েছেন। ফলে এখন মানুষের সংখ্যা কম। তবে দেশের বিভিন্ন জেলা থেকে জুলাই আহতরা রওনা হয়েছেন। দাবি আদায়ে তারাও দুপুর-বিকাল নাগাদ যোগ দেবেন।

শুরুতে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে আসলেও পরে তারা এক দফা দাবিতে অনড়।

জুলাই আন্দোলনের সময় কিশোরগঞ্জে ছিটা গুলিতে আহত হয়েছিলেন নাজমুল আহসান। পরে তিনি চিকিৎসা নিয়েছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। 

নাজমুল বলেন, ‘আমাদেরকে তিন ক্যাটাগরিতে ভাগ করে সরকার বৈষম্য তৈরি করছে। অনেক গুলিবিদ্ধ যারা আছেন তাদের সি ক্যাটাগরিতে রাখা হয়েছে। যা স্পষ্ট আমরা বৈষম্য দেখছি। তাই আমরা দুটি ক্যাটাগরি চাই। আমাদের এ দাবি না আদায় হওয়া পর্যন্ত কর্মসূচি চালবে। দাবি আদায়ের আগ পর্যন্ত আমরা এখানেই অবস্থান করব।’

তিনি আরও বলেন, ‘দেশের বিভিন্ন প্রান্তে থাকা জুলাই আহতদের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। তারা ইতোমধ্যে রওনা হয়েছেন ঢাকার উদ্দেশ্যে। আশা করছি দুপুর থেকে বিকালের মধ্যে সবাই উপস্থিত হবেন।’

এনএমএম/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর