Logo

জাতীয়

ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন প্রধান লক্ষ্য : ইসি মাছউদ

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৬

ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন প্রধান লক্ষ্য : ইসি মাছউদ

ছবি : বাংলাদেশের খবর

নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমান মাছউদ বলেছেন, আপনারা ইতোমধ্যে বারবার জেনেছেন, প্রধান উপদেষ্টাসহ দায়িত্বশীল সকলেই বলেছেন ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন হবে। কাজেই আমাদের প্রধান লক্ষ্য সংসদ নির্বাচন, স্থানীয় নির্বাচনের কথা এ মুহূর্তে আমরা চিন্তাভাবনা করছি না।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকার ধামরাই উপজেলা নির্বাচন কার্যালয় পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। এর আগে উপজেলা পরিষদ চত্বরে তাকে গার্ড অব অনার দেয় উপজেলা প্রশাসন।

ইসি আব্দুর রহমান মাছউদ বলেন, স্থানীয় নির্বাচনের যে সংস্কার প্রক্রিয়া চলছে, তাতেও কিন্তু নির্বাচনের জন্য সরকারের কোনো নির্দেশনা আমাদের কাছে আসেনি। কোনো অনুরোধ আসেনি স্থানীয় নির্বাচন করার জন্য। স্থানীয় নির্বাচন বিভিন্ন ধাপে ধাপে করতে হয়। এতে প্রায় এক বছর লেগে যায়। কাজেই এ মুহূর্তে যদি আমরা স্থানীয় নির্বাচন করি, তাহলে আমাদের সংসদ নির্বাচন ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে করা খুবই অসম্ভব ও কঠিন। 

তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য সংসদ নির্বাচন করা। আমরা এটা নিয়েই কাজ করছি। ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। ভোটার তালিকা জুনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে। জুনের পর ডিসেম্বরে যদি নির্বাচন করতে হয়, তাহলে অক্টোবর-নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে। তার আগে স্থানীয় নির্বাচন করাটা এ মুহূর্তে আমাদের জন্য সম্ভব মনে করছি না।

এ সময় আইনশৃঙ্খলা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ইসি মাছউদ বলেন, আমরা আশা করি, আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনকে দিন উন্নত হচ্ছে। এখানেও কথা বললাম। তারা বললেন, পরিস্থিতির উন্নতি হচ্ছে। আমরা আশা করি, পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

ধামরাই উপজেলা নির্বাচন অফিস পরিদর্শন শেষে ধামরাই পৌরসভার ঢুলিভিটা মুন্নু কমিউনিটি সেন্টারে একটি বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।

এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. সেলিম মিয়া, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামনুন আহমেদ অনীক প্রমুখ।

আরিফুল ইসলাম সাব্বির/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর