Logo

জাতীয়

পণ্যবাহী লাইটার জাহাজকে ৭২ ঘণ্টার মধ্যে বন্দর ছাড়ার নির্দেশ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৭

পণ্যবাহী লাইটার জাহাজকে ৭২ ঘণ্টার মধ্যে বন্দর ছাড়ার নির্দেশ

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে আমদানি পণ্য লোড করার পর লাইটার জাহাজগুলোকে ৭২ ঘণ্টার মধ্যে বন্দর সীমানা ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ডেপুটি কনজারভেটরের সই করা বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়েছে।

অভিযোগ ছিল, লাইটার জাহাজে ভাসমান অবস্থায় পণ্য মজুত করে আমদানিকারকরা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে আসছিল। এতে করে বাজারে বিভিন্ন পণ্যের দাম নিয়ন্ত্রণ করে অসাধু ব্যবসায়ীরা। 

বন্দর কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ সব পণ্যের সাপ্লাই চেইন অবিঘ্নিত রাখা, বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখা ও নিরাপদ নৌ চলাচলের স্বার্থে মালামাল লোড করার পর লাইটার জাহাজগুলোকে ৭২ ঘণ্টার মধ্যে বন্দর সীমানা ত্যাগ করার নির্দেশ দেওয়া হলো। অন্যথায় চট্টগ্রাম বন্দর আইন এবং আন্তর্জাতিক বন্দর ও জাহাজ সুবিধা (আইএসপিএস) কোড অনুযায়ী প্রযোজ্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইচএস/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর