Logo

জাতীয়

মাগুরার সেই শিশুটির দায়িত্ব নিলেন তারেক রহমান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১৫:৩০

মাগুরার সেই শিশুটির দায়িত্ব নিলেন তারেক রহমান

মাগুরায় নির্যাতনের শিকার শিশুটির দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৮ মার্চ) দুপুরে শিশুটির পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন তিনি।

এ সময় তারেক রহমান বলেন, ‘আমি আমাদের নেতাকর্মীদের বলেছি আছিয়ার পাশে থাকার। তারা আছিয়ার পাশে থাকবে, যাতে আছিয়ার সঙ্গে যারা অন্যায় করেছে তারা যেন শাস্তি পায়।’

আছিয়ার পরিবারকে আশ্বস্ত করে তিনি আরও বলেন,‘আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আছিয়া যেন ন্যায় বিচার পায়। আছিয়ার এবং আপনাদের যা কিছু লাগবে আমাদের জানাবেন। আমি নয়নকে বলেছি, মাগুরায় যারা নেতৃবৃন্দ আছেন সবাই আছিয়ার পাশে থাকবেন। আপনাদের পাশে থাকবেন।’

নির্যাতনের শিকার শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বিএনপি সূত্রে জানা গেছে, তারেক রহমানের তত্ত্বাবধানে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে শিশুটির চিকিৎসা চলছে।

পুলিশ জানায়, গত বুধবার (৬ মার্চ) মাগুরা সদর উপজেলার নান্দুয়ালী মাঠপাড়া এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি। এ ঘটনায় প্রধান অভিযুক্ত শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ এবং তার ছেলে (শিশুর দুলাভাই) সজিব শেখকে আটক করা হয়েছে।

ডিআর/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর