লক্ষ্য উন্নত চিকিৎসা
মাগুরার শিশুটিকে সিএমএইচে স্থানান্তরের প্রক্রিয়া চলছে

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১৭:১২
-67cc2628caa2d.jpg)
উন্নত চিকিৎসার লক্ষ্যে ধর্ষণের শিকার মাগুরার সেই শিশুটিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের উপ-পরিচালক আশরাফুল আলম।
শনিবার (৮ মার্চ) বিকেলে তিনি জানান, তাকে কার্ডিয়াক এ্যাম্বোলেন্সের মাধ্যমে সিএমএইচ হাসপাতালে আনা হবে।
আশরাফুল আলম বলেন, মেডিকেল বোর্ডের সুপারিশক্রমে ও সমাজ কল্যাণ উপদেষ্টার নির্দেশনা অনুয়ায়ী ওই শিশুটিকে দ্রুততম সময়ে ঢাকা সিএমএইচ হাসপাতালে স্থানান্তরের ব্যাবস্থা নেওয়া হচ্ছে।
তিনি জানান, এরই মধ্যে মেডিকেল টিম ও কার্ডিয়াক অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে।
আমিনুল/বিএইচ