মাগুরার শিশুটির এখনো জ্ঞান ফেরেনি, শ্বাস-প্রশ্বাস কৃত্রিম উপায়ে

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১২:৪৬

মাগুরার ধর্ষণের শিকার আট বছরের শিশুটির অবস্থা এখনো অপরিবর্তিত আছে বলে জানিয়েছেন তার মামা। এখনো শিশুটির জ্ঞান ফেরেনি। কৃত্রিম উপায়ে চলছে তার শ্বাস-প্রশ্বাস।
শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক আইসিইউ থেকে শিশুটিকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়।
শিশুটির মামা জানিয়েছেন, ঢাকা মেডিকেলে শিশুটিকে দেখতে অসংখ্য মানুষ আইসিইউতে ভিড় করায় শিশুটির সংক্রমণের ঝুঁকি তৈরি হয়েছিল।
আরও পড়ুন : লাইফ সাপোর্টে থাকা মাগুরার সেই শিশুর মা যা বললেন
এমন অবস্থায় তাকে সিএমএইচ-এ নেয়ার সিদ্ধান্ত হয়। সেখানেও শিশুটি আইসিইউতে চিকিৎসাধীন আছে। তার অবস্থার কোনো পরিবর্তন হয়নি বলে চিকিৎসকরা তার আত্মীয়দের জানিয়েছেন।
আজ রোববার তার সর্বশেষ শারীরিক পরীক্ষার রিপোর্ট দেওয়ার কথা রয়েছে। শিশুটির চিকিৎসায় চার সদস্যের একটি মেডিকেল বোর্ড কাজ করছে। এদিকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় চার আসামির সবাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন নিহতের পরিবার। এক্ষেত্রে তারা কোনো আপস করবেন না বলে জানিয়েছেন।
রোববার শিশুকে দেখতে সিএমএইচ-এ যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। হাসপাতালে গিয়ে উপদেষ্টা শিশুটির চিকিৎসার খোঁজ-খবর নেন এবং সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলোর সঙ্গে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত এবং কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দোষী ব্যক্তিরা যেন কোনোভাবেই ছাড় না পান, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোচ্চার রয়েছে। তিনি বলেন ‘আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছি। এ যাবৎ নারীর প্রতি যত সহিংসতা হয়েছে, সেগুলোর তালিকা করে দ্রুত তদন্ত সম্পন্নপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছি।’
ডিআর/এইচকে