-67d167f1cdd78.jpg)
মাগুরার ধর্ষণের শিকার আট বছর বয়সী শিশুর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (১২ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
প্রেস সচিব জানান, শিশুটির সিজিএস (কনশাসনেস গ্র্যাডিং স্কেল) চার থেকে তিনে নেমে গেছে, যা তার অবস্থার অবনতির দিকে ইঙ্গিত করে। এর পাশাপাশি ব্রেইন স্টেম এবং চোখের মণির প্রসারণও আগের তুলনায় কমে গেছে।
তিনি বলেন, ‘সিএমএইচের চিকিৎসকরা প্রাণান্ত চেষ্টা করছেন। আমরা তার জন্য প্রার্থনা করছি যেন সে সুস্থ হয়ে ওঠে।’
উল্লেখ্য, গত ৫ মার্চ মাগুরা সদর এলাকায় শিশুটি তার বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গভীর রাতে ধর্ষণের শিকার হয়। প্রথমে শিশুটিকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়, তবে অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সেখানে উন্নতি না হওয়ায় ৬ মার্চ রাতে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে ৭ মার্চ রাত থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। বর্তমানে শিশুটি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছে।
- ডিআর/এমজে