Logo

জাতীয়

ঈদের বাজারে উড়ছে জাল নোট, লেনদেনে সাবধান

নুর মোহাম্মদ মিঠু

নুর মোহাম্মদ মিঠু

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১৭:২৮

ঈদের বাজারে উড়ছে জাল নোট, লেনদেনে সাবধান

খুব সতর্ক না হলে এসব জাল নোট চোখ এড়িয়ে যেতে পারে /ছবি : সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে তৎপরতা বাড়িয়েছে জাল টাকার কারবারিরা। ইতোমধ্যে জাল টাকার রমরমা বাণিজ্য চলছে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।। প্রতিবছরই দুই ঈদ ঘিরে জাল টাকার তৎপর হয়ে উঠে এই চক্র। 

তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জাল টাকার কারবারিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দু-চারটি চক্রকে গ্রেপ্তার করতে পারলেও কার্যত বছরজুড়েই চলে জাল টাকার কারবার। যে কারণে প্রতি বছরই ঈদের আগে আগে মার্কেটে ছড়িয়ে পড়ে জাল টাকা।

সূত্র জানায়, এ বছর জাল টাকার বান্ডেলপ্রতি মূল্য আগের চেয়েও অনেকটাই কম। এবার জাল টাকার এক লাখ টাকার প্রতিটি বান্ডেল মিলছে মাত্র ৯ থেকে ১০ হাজার টাকায়। আগের তুলনায় এবার কম মূল্যে হওয়ায় ইতোমধ্যে ৩০-৪০ লাখ জাল টাকা বাজারে ছড়িয়ে দিতেও সক্ষম হয়েছে চক্রগুলো।

পুলিশ বলছে, ঈদে মানুষের কর্মব্যস্ততাকে কাজে লাগিয়ে বাজারে এরই মধ্যে ৩০ থেকে ৪০ লাখ টাকা ছড়িয়ে দিয়েছে চক্রটি। প্রতিবছর ঈদ এলেই বেড়ে যায় কর্মব্যস্ততা, পাশাপাশি চাহিদা বেড়ে যায় নগদ টাকারও। আর এই সুযোগে জাল টাকা বাজারে ছড়িয়ে দিতে সক্রিয় হয়ে ওঠে জালনোট তৈরির একাধিক চক্র। মানুষের চোখকে ফাঁকি দিয়ে বাজরে ছড়িয়ে দেয় লাখ লাখ জাল টাকার নোট।

সম্প্রতি এমনই একটি চক্রের তথ্য পেয়ে মাঠে নামে পুলিশ। প্রথমে নারায়ণগঞ্জ এরপর রাজধানীর কামরাঙ্গীরচরে অভিযান চালিয়ে জালনোট তৈরির বিভিন্ন সরঞ্জাম, কোটি টাকা সমপরিমাণ জালনোট প্রস্তুতের প্রয়োজনীয় কাঁচামাল, ২০ লাখ টাকা উদ্ধারসহ তিনজনকে আটকও করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বাংলাদেশের খবরকে বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে এজেন্টের মাধ্যমে বাজারে এরই মধ্যে ৪০ লাখ টাকার বেশি ছড়িয়ে দিয়েছে চক্রটি। জাল টাকাগুলো বেশিরভাগই বি-ক্যাটাগরির নোট। ফলে খুব সতর্ক না হলে সেটা চোখ এড়িয়ে যেতে পারে।

তিনি বলেন, আটকদের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় জাল টাকা তৈরির মামলা রয়েছে। চক্রের অন্য সদস্যদের ধরতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি। তবে টাকা লেনদেনের ক্ষেত্রে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।

এনএমএম/ওএফ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঈদুল ফিতর জাল টাকা টাকা নতুন নোট জাল নোট পুলিশ প্রতারণা ডিএমপি রাজধানী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর