Logo

জাতীয়

বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১৯:০২

বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। আগামী বৃহস্পতিবার (২০ মার্চ) লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সংলাপের মধ্য দিয়ে এই সংলাপ শুরু হবে। আগামী ২৪ মার্চ পর্যন্ত চলবে এই সংলাপ।

মঙ্গলবার (১৮ মার্চ) জাতীয় ঐকমত্য কমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ওইদিন বিকেল ৩টা থেকে জাতীয় সংসদের এলডি হলে এ বৈঠক অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে অন্যান্য দলের সঙ্গে আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে।

কমিশন সূত্রে জানা গেছে, ঈদের আগে আগামী ২৪ মার্চ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে জাতীয় ঐকমত্য কমিশন। সে হিসেবে, আগামী সপ্তাহে আরও দুটি দলের সঙ্গে সংলাপে বসতে পারে কমিশন।

এদিকে মঙ্গলবার পর্যন্ত জাতীয় ঐকমত্য কমিশনের কাছে ১৫টি রাজনৈতিক দল মতামত জমা দিয়েছে। এ দিন জাতীয় গণফ্রন্ট ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) তাদের মতামত জমা দেয়। এ ছাড়া বিএনপি, জামায়াত, এনসিপিসহ ১৪টি রাজনৈতিক দল তাদের পূর্ণাঙ্গ মতামত আগামী কয়েক দিনের মধ্যে জমা দেবে বলে কমিশনকে জানিয়েছে।

জাতীয় ঐকমত্য কমিশনের কাছে এখনো মতামত জমা দেয়নি আরও ১৩টি রাজনৈতিক দল। দলগুলো হলো—লিবারেল ডেমোক্রেটিক পার্টি–এলডিপি, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জাকের পার্টি, ভাসানী অনুসারী পরিষদ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), আমজনতার দল, রাষ্ট্র সংস্কার আন্দোলন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল–বাংলাদেশ জাসদ, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও নাগরিক ঐক্য।

ডিআর/বিএইচ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় ঐকমত্য কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর