Logo

জাতীয়

যুগ্ম সচিব পদে ১৯২ জনের পদোন্নতি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১৮:০৬

যুগ্ম সচিব পদে ১৯২ জনের পদোন্নতি

অন্তর্বর্তী সরকার ১৯২ জন উপসচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ ২০২৫) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লেখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে, তিনি কর্মরত দপ্তরের নাম বা ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন। এ ছাড়া পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

যোগদানপত্র সরাসরি সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর অথবা অনলাইনে ইমেইল (sa1@mopa.gov.bd) এর মাধ্যমে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের নতুন পদে যোগদানের জন্য নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করবেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পদোন্নতির পর কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো নেতিবাচক তথ্য পাওয়া গেলে কর্তৃপক্ষ পদোন্নতির আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার রাখে।

  • ডিআর/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর