Logo

জাতীয়

সদরঘাটে রাজধানীমুখো মানুষের ভিড়

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১০:৫৩

সদরঘাটে রাজধানীমুখো মানুষের ভিড়

ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষ হচ্ছে আজ (শনিবার)। রোববার (৬ এপ্রিল) থেকে আবারও কর্মব্যস্ততা শুরু হবে অফিস-আদালতে। ছুটি কাটিয়ে কর্মস্থলে যোগ দিতে আজ সকাল থেকেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা।

শনিবার ভোর থেকেই ঢাকার বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় দেখা যাচ্ছে। বিশেষ করে দক্ষিণাঞ্চল থেকে লঞ্চযোগে আসা মানুষের চাপ বেড়েছে সদরঘাটে। পুরো সদরঘাট এলাকায় যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

যাত্রীরা বলছেন, রোববার থেকে ফের অফিস-আদালত শুরু হবে। তাই কর্মস্থলে যোগ দিতে একদিন আগেই ঢাকা পৌঁছেছেন তারা। অন্যবারের তুলনায় এবার যাত্রাপথে বিড়ম্বনা কম বলেও জানিয়েছেন ঢাকায় ফেরতরা।

লঞ্চ কর্মীরা বলছেন, ঈদের ছুটি শেষ হচ্ছে আজ। কাল থেকে ফের কার্যক্রম শুরু হবে সবখানে। তাই গত দু’দিনের চেয়ে আজ লঞ্চঘাট এলাকায় ভিড় বেশি। কর্মস্থলে যোগ দিতে মানুষজন একদিন আগেই নিজ নিজ গন্তব্যে ছুটছেন। 

বাংলাদেশ নৌ-পরিবহন কর্তৃপক্ষের দেওয়া তথ্যানুযায়ী, শনিবার সকাল ৮টা পর্যন্ত সদরঘাটে প্রায় ৮০টির মতো লঞ্চ দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় এসেছে। রাজধানীমুখো মানুষের চাপ সামলাতে বেশিভাগ লঞ্চই যাত্রী রেখে ফের যাত্রী আনতে দ্রুত টার্মিনাল ত্যাগ করছে।

বিআইডব্লিটিএ’র কর্মকর্তা আরিফ বলেন, সকাল থেকে এ পর্যন্ত ৭০টির বেশি লঞ্চ ঢাকায় এসেছে। আজকে আসা প্রায় সব লঞ্চ ঢাকায় যাত্রী রেখে দ্রুত টার্মিনাল ত্যাগ করেছে।

তিনি বলেন, লম্বা ছুটি ছিল, এ কারণে মানুষ ধাপে ধাপে ফিরছে। গত দু’দিনের তুলনায় রাজধানীতে ফেরা মানুষের চাপ আজ কিছুটা বেড়েছে। চলতি সপ্তাহের মধ্যে রাজধানীতে অধিকাংশ মানুষ কাজের টানে ফিরে আসবে।

ডিআর/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর