Logo

জাতীয়

পিলখানা হত্যাকাণ্ড

ক্ষতিপূরণ ও চাকরি ফেরতের দাবিতে অবস্থান কর্মসূচি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১১:০৭

ক্ষতিপূরণ ও চাকরি ফেরতের দাবিতে অবস্থান কর্মসূচি

ছবি : বাংলাদেশের খবর

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত সাবেক বিডিআর (বর্তমানে বিজিবি) সদস্যরা  ক্ষতিপূরণ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে ‘শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি’ পালন করছেন।

রোববার (৬ এপ্রিল) সকাল ১০টায় পিলখানা সদর দপ্তরের ৪ নম্বর গেটের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পুলিশ ও আর্মির বাধার কারণে পূর্বঘোষিত স্থানে কর্মসূচি পালন করতে পারেননি তারা।

পরে বেলা সাড়ে ১১টায় পিলখানা গেটের উত্তর দিকে ইবনে সিনা মেডিকেল ইমেজিং এন্ড কনসালটেশন সেন্টারের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা।

এদিকে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ডাকা কার্যক্রমকে কেন্দ্র করে পিলখানা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাড়তি পুলিশের পাশাপাশি আর্মিদেরও মোতায়েন করা হয়েছে এ এলাকায়।

চাকরিচ্যুত বিডিআর সদস্য রেজাউল আলম জানান, ‘২৫ ও ২৬ ফেব্রুয়ারি ২০০৯ সালে পিলখানায় সংঘটিত রক্তক্ষয়ী ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তা, ১০ জন বিডিআর সদস্যসহ মোট ৭৪ জন নিহত হন। কিন্তু এ ঘটনাকে পুঁজি করে ৯ হাজার ১৯ জন নিরপরাধ সদস্যকে চাকরিচ্যুত করা হয়।’

তারা অভিযোগ করেন, ‘এটি ছিল একটি পরিকল্পিত ষড়যন্ত্র। বিশেষ আদালত ও সামরিক ট্রাইব্যুনালের মাধ্যমে একপাক্ষিক বিচার করে আমাদের বিদ্রোহী আখ্যা দেওয়া হয়েছে। দীর্ঘ ১৬ বছর ধরে আমরা ও আমাদের পরিবারগুলো চরম দুর্দশায় জীবনযাপন করছি।’  

আন্দোলনকারীদের দাবি—
- সকল চাকরিচ্যুত সদস্যদের পূর্ণ ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহাল
- হত্যাকাণ্ডের প্রকৃত দোষীদের বিচার
- চাকরিচ্যুত সদস্যদের পুনর্বাসন

জেসি/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর