Logo

জাতীয়

শ্রেণিকক্ষে ঝেড়ে-মুছে চলছে প্রস্তুতি

৪০ দিন পর বুধবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১২:০৬

৪০ দিন পর বুধবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

ছবি : সংগৃহীত

টানা ৪০ দিনের ছুটি শেষে আবারও শ্রেণিকক্ষে ফিরছে শিক্ষার্থীরা। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, আগামী বুধবার (৯ এপ্রিল) থেকে খুলবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান।

দীর্ঘ এই ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শ্রেণিকক্ষে ধুলোবালি জমে অপরিচ্ছন্ন পরিস্থিতি তৈরি হয়েছে। তাই প্রতিষ্ঠান খোলার আগেই শুরু হয়েছে শ্রেণিকক্ষ ঝেড়ে-মুছে পরিষ্কার করার কাজ।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বশেষ পাঠদান হয়েছিল গত ২৭ ফেব্রুয়ারি। তারপর শুরু হয় পবিত্র রমজান, দোলযাত্রা, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, জুমাতুল বিদা, শবে কদর এবং ঈদুল ফিতরের ছুটি। আগামী মঙ্গলবার (৮ এপ্রিল) এই ছুটি শেষ হবে। বুধবার থেকে ফের শ্রেণিকক্ষে আসবেন শিক্ষার্থীরা।

এদিকে, নতুন বছরের শুরুতে সরকার শতভাগ নতুন বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে পারেনি। মাউশি জানিয়েছে, বুধবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পুরোদমে ক্লাস শুরু হবে। শিক্ষার্থীরা যে দুয়েকটি নতুন বই এখনো পাননি, সেগুলোও দেওয়া হবে৷

প্রসঙ্গত, আগামী ১০ এপ্রিল থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে যাচ্ছে। যেসব স্কুলে পরীক্ষার কেন্দ্র পড়বে, তাদের জন্য মাউশি বিশেষ নির্দেশনা দেবে।

এনএমএম/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর