নির্বাচন সংশ্লিষ্ট কাজ ভালোভাবে এগোচ্ছে : সিইসি

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১৩:০৬

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও সীমানা পুনর্নির্ধারণসহ নির্বাচন সংশ্লিষ্ট সকল কাজ ভালোভাবে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রোববার (৬ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতরের নয় দিনের ছুটি শেষে নির্বাচন কমিশনের সব কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা জানান তিনি।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার চলমান বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সুন্দর ও দ্রুততম সময়ের মধ্যে শেষ করার জন্য কর্মকর্তাদের প্রশংসা করেন।
তিনি বলেন, আপনারা খুবই দ্রুত সময়ের মধ্যে ভোটার নিবন্ধনের অসাধ্য কাজ সাধন করেছেন। আপনারা খুবই ভালো কাজ করছেন এবং প্রতিটি পদক্ষেপ সরকারকে সময়ে সময়ে জানানো হচ্ছে। এনআইডি ও সীমানা পুনর্নির্ধারণসহ নির্বাচনের সকল কাজ ভালোভাবে এগিয়ে যাচ্ছে।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো.আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহসহ ইসির সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে ভোটার সংখ্যা মোট ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ জন। নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৫ জন। আর হিজড়া রয়েছেন ৯৯৪ জন।
এবার ভোটার তালিকা হালনাগাদে মোট ১৮ লাখ ৮২ হাজার ১১৪ জন নতুন করে অন্তর্ভুক্ত হয়েছে। মোট ভোটার তালিকা চূড়ান্তভাবে প্রকাশিত হবে জুন মাসে। এ তালিকা অনুযায়ীই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
এসআইবি/এটিআর