Logo

জাতীয়

অর্থ উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপ রপ্তানিতে তেমন প্রভাব পড়বে না

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১৪:৪৫

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপ রপ্তানিতে তেমন প্রভাব পড়বে না

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে শুল্কারোপ করায় রপ্তানিতে তেমন প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

রোববার (৬ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের সাথে আমদানি বাড়ানো হবে। রপ্তানি কেবল যুক্তরাষ্ট্রকেন্দ্রিক না করে নতুন বাজার বাড়ানোর ওপর জোর দেওয়া হবে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের এবারের ঈদ ভালো কেটেছে। দ্রব্যের দাম কম ছিল। পরে ঢাকা সফররত আইএমএফের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন অর্থ উপদেষ্টা।

এএইচএস/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর