
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫৪ জন।
রোববার (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার প্রায় দেড়মাস পর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ঢাকা বিভাগের সাত জন, চট্টগ্রাম বিভাগের ১৬ জন, বরিশাল বিভাগের ২৮ জন ও খুলনা বিভাগের একজন রোগী রয়েছেন।
উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে।
- এসআইবি/এমজে