বিডিআর সদস্যদের মিছিলে পুলিশের বাধা, শিক্ষাভবন মোড়ে উত্তেজনা

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১৫:০৬

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সচিবালয়মুখী মিছিলে জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।
শিক্ষাভবন মোড়ে সোমবার (৭ এপ্রিল) দুপুরে বিডিআর সদস্যদের মিছিল আর পুলিশের বাধায় তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় সড়কেই বসে পড়েন আন্দোলনকারীরা, এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রায় একঘণ্টা অবরোধের পর দুপুর ১টা ৫০ মিনিটের দিকে ফের সচিবালয়ের দিকে যাত্রার চেষ্টা করেন তারা। পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে আন্দোলনকারীরা দোয়েল চত্বরের দিকে সরে যান। এক পর্যায়ে যান চলাচলও স্বাভাবিক হতে শুরু করে।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
এনএমএম/এমজে