ইসরায়েল ও ভারতের বিরুদ্ধে ইসলামী ঐক্যজোটের বিক্ষোভ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ২০:৩৪
-67f3e2866d1cc.jpg)
ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর গণহত্যা ও ভারতে মুসলিম স্বার্থবিরোধী বিতর্কিত ওয়াকফ বিল পাশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ঐক্যজোট।
সোমবার (৭ এপ্রিল) বাদ জোহর ইসলামী ঐক্যজোট ঢাকা মহানগরের উদ্যোগে লালবাগ শাহী মসজিদের প্রধান গেইট থেকে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শায়েস্তা খান রোড, লালবাগ চৌরাস্তা মোড়, ঢাকেশ্বরী রোড, আজিমপুর এতিমখানা প্রদক্ষিণ করে ফের লালবাগ শাহী মসজিদের সামনে এসে শেষ হয়।
মিছিলে উলামায়ে কেরাম, শিক্ষার্থী, স্থানীয় মুসল্লীসহ নানা শ্রেণি-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন। এ সময় ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘গণহত্যা বন্ধ কর’, ‘আল আকসা আমাদের গর্ব’, ইসরাইলী পণ্য বয়কট করসহ নানা স্লোগান দিতে দেখা যায় তাদের।
সংগঠনের ঢাকা মহানগর সভাপতি মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী সাখাওয়াত হোসাইন রাজী। বক্তব্য রাখেন ইসলামী ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা যোবায়ের আহমদ, মুফতী মীর মো. হেদায়েতুল্লাহ গাজী, মুফতী মনজুর মুজিব, মুফতী আনিসুর রহমান, মুফতী নাসির উদ্দিন, মাওলানা সালমান আহমদ, মাওলানা কাজী আজিজুল হক, মাওলানা মাকসুদুর রহমান, মুফতী শহীদুল আনোয়ার, মাওলানা সাঈদ আহমদ, মাওলানা আমীর হোসেন, ইসলামী ছাত্র ফোরামের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা জুবায়ের বিন মুহসিন প্রমুখ।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ ও বিধ্বস্ত গাজা ও রাফায় ইসরাইলের গণহত্যা নৃশংসতার সীমা অতিক্রম করেছে। অবিলম্বে গণহত্যা বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। অন্যথায় মধ্যপ্রাচ্যের বিষ ফোঁড়া অবৈধ রাষ্ট্র ইসরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে যাবে। ইসরাইলের পণ্য বর্জনের পাশাপাশি যেসব দেশ নারকীয় এ গণহত্যা দেখেও নিশ্চুপ, তাদেরও বয়কট করতে হবে।
বক্তারা নিরবতা ভেঙ্গে মুসলিম দেশগুলোকে এক কাতারে এসে ফিলিস্তিনের পক্ষে থাকার আহ্বান জানান। সমাবেশে ভারতে বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পাসের নিন্দা জানিয়ে অবিলম্বে ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ বাতিলের আহ্বান জানানো হয়।
ডিআর/বিএইচ