স্বরাষ্ট্র উপদেষ্টা
নববর্ষ উপলক্ষে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হচ্ছে

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১৪:১৬

ব্যাপকভাবে উদযাপন হবে এবারের বাংলা নববর্ষ। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।
অন্তর্বর্তী সরকারের ৮ মাসে আইন-শৃঙ্খলা নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আপনারা যতটুকু সন্তুষ্ট আমিও ততটুকু সন্তুষ্ট।
গতকাল দেশের বাটাসহ বিভিন্ন বিদেশি কোম্পানির দোকানে ভাঙচুর হয়েছে, দেশে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, এসব দোকানের সামনে নিরাপত্তা বাড়ানো হবে কি না— এমন প্রশ্নের উত্তরে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সারাদেশের নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব। যারা এসব ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এনএমএম/এটিআর