Logo

জাতীয়

মুজিববর্ষ পালনে ৪ হাজার কোটি টাকা ব্যয়, অনুসন্ধানে দুদক

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১৮:৪২

মুজিববর্ষ পালনে ৪ হাজার কোটি টাকা ব্যয়, অনুসন্ধানে দুদক

মুজিববর্ষ পালন ও শেখ মুজিবুর রহমানের ১০ হাজারের বেশি ম্যুরাল নির্মাণের অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুদক। মুজিববর্ষ পালনে রাষ্ট্রীয় কোষাগার থেকে ৪ হাজার কোটি টাকা ব্যয় করায় শেখ হাসিনা, শেখ রেহানাসহ অন্যদের বিরুদ্ধে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) বিকেলে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের’ মাধ্যমে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে করা মামলার অভিযোগপত্র গ্রহণের শুনানি আগামীকাল বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে। ৬০ কাঠার ছয়টি প্লট বরাদ্দ নেওয়ার ক্ষেত্রে দুর্নীতির পৃথক ছয় মামলার অভিযোগপত্র দাখিলের ১৫ দিন পর ঢাকা মহনগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে তিন ধাপে সেগুলো গ্রহণের শুনানি শুরু হচ্ছে। শুনানি শেষে অভিযোগপত্র গৃহীত হলে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হবে।

এর আগে গত ২৪ মার্চ ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে পূর্বাচলে প্লট দুর্নীতির ছয় মামলার অভিযোগপত্র দাখিল করে দুদক। এসব মামলায় শেখ হাসিনা পরিবারের সাতজনকে আসামি করা হয়েছে। 

তারা হলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), বোন শেখ রেহানা, ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী ও ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক। তাদের সঙ্গে আসামি করা হয়েছে রাজউক এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৬ কর্মকর্তাকে। যাদের নাম ছয় মামলায় আলাদাভাবে এসেছে। মামলাগুলোর মধ্যে ১০ এপ্রিল একটি, ১৩ এপ্রিল তিনটি ও ১৫ এপ্রিল তিনটির অভিযোগপত্র আদালতে শুনানির জন্য তোলা হবে।

  • এনএমএম/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর