Logo

জাতীয়

মার্চ ফর গাজা

সব মত-পথ-দল মিশছে সোহরাওয়ার্দী উদ্যানে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৪:৪৫

সব মত-পথ-দল মিশছে সোহরাওয়ার্দী উদ্যানে

নির্যাতিত ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি ঘিরে সব মত-পথ-দলের মানুষ এসে জড়ো হচ্ছেন সোহরাওয়ার্দী উদ্যানে।

কর্মসূচিতে অংশ নিতে শনিবার (১২ এপ্রিল) সকাল থেকেই সোহরাওয়ার্দীতে আসতে শুরু করেন তারা। বেলা বাড়ার সাথে সাথে বাড়ে জনসমাগমও।

ইতোমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে উদ্যান প্রাঙ্গণ। প্রতিবাদ সমাবেশে আসা মানুষের হাতে ফিলিস্তিনের পতাকা-ফেস্টুনসহ বিভিন্ন লেখা সম্বলিত ব্যানার শোভা পাচ্ছে।

সমাবেশের আয়োজক ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট’ জানিয়েছে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেকের সভাপতিত্বে বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে শুরু কর্মসূচি শুরু হবে। 

এসআইবি/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর