Logo

জাতীয়

যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১২:৫১

যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

রাজধানীর কদমতলীতে যৌতুকের জন্য স্ত্রীকে নির্মমভাবে হত্যা করার দায়ে স্বামী মো. মিজান সরদারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে একলাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০২৩ সালের ৬ মে রাতে রাজধানীর কদমতলীর খালপাড় এলাকার ইসলাম টাওয়ারের একটি ফ্ল্যাটে স্ত্রী মীম আক্তার রুপাকে গরম সয়াবিন তেল ঢেলে মারাত্মক দগ্ধ করেন স্বামী মিজান। ঘটনার সময় ঘরে ঘুমিয়ে ছিলেন মীম ও তার দুই সন্তান। রাত প্রায় ৩টার দিকে মিজান একটি ফ্রাইং প্যানে তেল গরম করে স্ত্রীর শরীরে ঢেলে দেন। 

চিৎকার শুনে বাসার কেয়ারটেকার এগিয়ে এসে রুপাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। সেখানে টানা ১৯ দিন চিকিৎসাধীন থাকার পর ২৫ মে মৃত্যু হয় মীম আক্তারের।

জানা যায়, প্রায় ১০ বছর আগে মিজান ও রুপার বিয়ে হয়। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য মীম আক্তারকে নিয়মিতভাবে নির্যাতন করতেন মিজান। এর আগেও তিনি শ্বশুরের কাছ থেকে ২০ লাখ টাকা মূল্যের জমি ও ৭ লাখ টাকা মূল্যের একটি দোকান আদায় করেন।

ঘটনার দিনও মিজান পুনরায় যৌতুকের টাকা দাবি করলে রুপা তা প্রত্যাখ্যান করেন। এরপরই শুরু হয় শারীরিক নির্যাতন এবং শেষপর্যন্ত প্রাণঘাতী হামলা।

মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সরোজিৎ কুমার ঘোষ ২০২৩ সালের ৩১ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে আদালত মামলার বিচার শুরু করে এবং ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

মীম মৃত্যুর আগে ১৪ মে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুজাহিদুল ইসলামের কাছে মৃত্যুকালীন জবানবন্দি দেন। একই আদালতে আসামি মিজান সরদারও দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সবদিক বিবেচনায় আদালত রোববার মিজানকে মৃত্যুদণ্ডের রায় দেন।

জেএন/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর