ফ্যাসিবাদের অবসানের বার্তায় শেষ হলো ‘আনন্দ শোভাযাত্রা’

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১১:১৮
-67fc9ac29c653.jpg)
ছবি : বাংলাদেশের খবর
‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্যে উদযাপিত বাংলা নববর্ষ -১৪৩২ এর আনন্দ শোভাযাত্রা ফ্যাসিবাদের অবসানের বার্তা দিয়ে শেষ হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর ঘুরে আবার চারুকলা অনুষদের সামনে এসে শেষ হয়।
আনন্দ শোভাযাত্রায় অংশ নিতে সকাল থেকেই চারুকলা প্রাঙ্গণ ছিল উৎসবের রঙে রাঙানো। ভোরের আলো ফুটতেই জনস্রোত জমতে শুরু করে। রমনা, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকায়ও ছিল মানুষের ঢল।
শোভাযাত্রায় অংশ নিয়েছেন চারুকলার শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের কর্মী, ২৮ টি ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং নানা বয়সী মানুষ। এতে মুখোশ, পাপেট বাঁশের তৈরি বাঘ, পাখি, মাছসহ নানা বিশালাকৃতির শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে গ্রামীণ জীবন ও প্রকৃতিনির্ভর মানুষের সংগ্রামের রূপ।
একবারের আনন্দ শোভাযাত্রায় বিশেষ নজর কেড়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনার মুখাবয়ব মোটিফ। এছাড়াও আনন্দ শোভাযাত্রায় জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন মোটিফ স্থান পেয়েছে।
এসআইবি/এমআই