Logo

জাতীয়

স্বাস্থ্য উপদেষ্টা

ধামরাইয়ে পক্ষাঘাতগ্রস্থদের চিকিৎসায় হাসপাতাল করবে চীন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৩:৫৮

ধামরাইয়ে পক্ষাঘাতগ্রস্থদের চিকিৎসায় হাসপাতাল করবে চীন

ঢাকার ধামরাইতে পক্ষাঘাতগ্রস্তদের জন্য একটি হাসপাতাল করতে চীন সম্মত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ ছাড়া একটি ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল তৈরি নিয়েও আলোচনা চলছে বলে জানান এই উপদেষ্টা।

রোববার (২০ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ইউনান শিক্ষা ও স্বাস্থ্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা জানান নূরজাহান।

উপদেষ্টা বলেন, বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নের জন্য চীন ১৩৮.২০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে। 

বাংলাদেশ চীনের জন্য স্বাস্থ্যখাতের ভালো বাজার হতে পারে উল্লেখ করে তিনি আরও বলেন, চীনা রাষ্ট্রদূত বলেছেন, ড. ইউনূসের চীন সফর সফল হয়েছে। অদূর ভবিষ্যতে বাংলাদেশের মানুষ চিকিৎসার জন্য সহজেই চীনে যেতে পারবে।

এসআইবি/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর