Logo

জাতীয়

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সতর্ক অবস্থানে কারা কর্তৃপক্ষ

নুর মোহাম্মদ মিঠু

নুর মোহাম্মদ মিঠু

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৩

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সতর্ক অবস্থানে কারা কর্তৃপক্ষ

গণঅভ্যুত্থান ও পরবর্তী সময়ে নানা ঘটন-অঘটনের মধ্য দিয়ে গেলেও অন্তরবর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর দেশ এক অপ্রত্যাশিত আইনশৃঙ্খলা পরিস্থিতির সম্মুখীন হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে কাজ করতে হচ্ছে।  

অভ্যুত্থানের সময়কার অস্থিতিশীলতার সুযোগ নিয়ে দেশের বিভিন্ন কারাগার থেকে বন্দি পালানোর ঘটনা ঘটেছিল। এ নিয়ে বর্তমান পরিস্থিতিতেও কোনো আশঙ্কা রয়েছে কিনা—এমন প্রশ্নে বাংলাদেশের খবরকে কারা অধিদপ্তর জানিয়েছে, কারাগার ঘিরে এমন কোনো শঙ্কা নেই। বরং সব সময়ের মতোই সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় কারা কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

‘কারা কর্তৃপক্ষ যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে।’ 

কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদ জানিয়েছেন, ৫ আগস্টের পরবর্তী সময়ে বিভিন্ন সংস্থা যখন তাদের কার্যক্রম সীমিত করেছিল, তখন কারা কর্তৃপক্ষ নিরবচ্ছিন্নভাবে কারাগারের নিরাপত্তা জোরদারে কাজ করে গেছে এবং নিরাপত্তা বজায় রাখতে সক্ষম হয়েছে।  

তিনি বলেন, ‘আমরা এখনো সর্বোচ্চ নিরাপত্তা জোরদারে কাজ করছি। কারাগারের নিরাপত্তা সবসময়ই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বর্তমান পরিস্থিতিতেও আমরা কোনো চাপ অনুভব করছি না। অন্যান্য বাহিনীগুলোকে যেভাবে নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি পদক্ষেপ নিতে হচ্ছে, আমাদের সে ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে না।’ 

তিনি আরও জানান, কারা কর্তৃপক্ষ যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে।  

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের ফলে দেশব্যাপী সহিংস পরিস্থিতি তৈরি হয় এবং সরকার পতনের দাবি ঘিরে অস্থিরতা দেখা দেয়। এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন কারাগারে বন্দিরা বিদ্রোহ করে। পাশাপাশি, বাইরে থেকে কয়েকটি কারাগারে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।  

এই বিশৃঙ্খলার সুযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন মামলার প্রায় ২২০০ বন্দি কারাগার থেকে পালিয়ে যায়।

এনএমএম/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর