Logo

অন্যান্য

তামিমের সন্ধান চায় পরিবার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১৯:৪৯

তামিমের সন্ধান চায় পরিবার

ঝিনাইদহের কালীগঞ্জে মাদ্রাসায় যাওয়ার পথে ১৩ বছর বয়সী তামিম নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ৪ দিন ধরে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পিতৃহীন তামিমের সন্ধান চেয়ে পরিবার সকলের সহযোগিতা কামনা করেছে।

তামিমের দাদা ইদ্রিস আলী জানান, তামিম কালীগঞ্জ থানাধীন বলিদা পাড়ার কওমি মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র। গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) তাকে টাকা-পয়সাসহ একটি বাসে উঠিয়ে দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে মাদ্রাসার শিক্ষকরা জানান, তামিম মাদ্রাসায় পৌঁছায়নি। এরপর বিভিন্ন আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে তামিমের দাদা মহেশপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

তামিমের পিতার নাম রশিদুল ইসলাম (মৃত)। তার গ্রামের নাম বজরাপুর (মাঝের পাড়া), থানা মহেশপুর, জেলা ঝিনাইদহ। তামিমের গায়ের রং ফর্সা, উচ্চতা ৫ ফুট, মুখমণ্ডল গোলাকার। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল পায়জামা ও পাঞ্জাবি।

তামিমের পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, কোনো স্বহৃদয়বান ব্যক্তি তামিমের সন্ধান পেলে নিম্নোক্ত নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য— ০১৭৩৬ ৪৮৭২৩৯, ০১৭৩৬ ২২৬৪০৩।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর