মেয়েদের হেনস্তাকারীদের মোকাবিলার রাস্তা কী, জানালেন আনু মুহাম্মদ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১৪:০৭

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেছেন, ‘যারা মেয়েদের ওপর এক অছিলা ধরে হামলা করেছে তাদের আসলে মেয়েদের স্বাধীনভাবে কোথাও দাঁড়িয়ে থাকতে দেখতেও ভালো লাগে না। মেয়েরা যদি স্বাধীনভাবে হাঁটে তাও এই গোষ্ঠীর অপছন্দ, দৌড়ালে তো রাগই হয়।’
সোমবার (৩ মার্চ) দুপুর ২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে তিনি নারীদের হেনস্তাকারীদের মোকাবিলার রাস্তা সম্পকেও বলেন।
আনু মুহাম্মদ বলেন, ‘মেয়েদের লেখাপড়া, পেশাগ্রহণও চায় না এদের (হেনস্তাকারী) অনেকে। প্রাণখোলা হাসি তো সহ্যই হয় না। গল্প করলে, গান গাইলে, নাচলে, খেললে, অভিনয় করলে এই পুরুষদের পুরো মগজ গালিতে ভরে যায়, মারার পথ খুঁজতে হাত নিশপিশ করে। নারীর কাছে নানারকম পরাজয়ে আসলে এরা ক্ষিপ্ত থাকে সবসময়। এদের মোকাবিলার রাস্তা কী? রাস্তা একটাই- সচল সজীব থাকার এই কাজগুলো আরও বেশি বেশি করা। সরবে করা, সদলবলে করা।’
ডিআর/এমজে