রমজানে বসুন্ধরা টয়লেট্রিজের বিশেষ মেলা, ৪০% পর্যন্ত মূল্য ছাড়

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১৪:০৯

পবিত্র রমজান উপলক্ষে বিশেষ মূল্য ছাড়ের অফার নিয়ে এসেছে বসুন্ধরা টয়লেট্রিজ। পুরো রমজান মাস জুড়ে গ্রাহকরা প্রতিষ্ঠানটির বিভিন্ন টয়লেট্রিজ পণ্যে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।
প্রতি শুক্রবার দেশের বিভিন্ন মসজিদ ও বাজার এলাকায় বসানো হবে বিশেষ মেলা। সেখানে গ্রাহকরা নিত্যপ্রয়োজনীয় টয়লেট্রিজ পণ্য কম দামে সংগ্রহ করতে পারবেন। চলমান মূল্যবৃদ্ধির বাজারে এই ছাড় ভোক্তাদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
বসুন্ধরা টয়লেট্রিজ কর্তৃপক্ষ জানিয়েছে, পবিত্র মাসে মানুষের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার কথা মাথায় রেখেই এই বিশেষ অফার দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি আশা করছে, এই মূল্য ছাড় গ্রাহকদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমআর/এইচকে