Logo

অন্যান্য

মেয়ের জামাইয়ের সঙ্গে সম্পর্ক, অন্তঃসত্ত্বা হওয়ার পর আতঙ্কে শাশুড়ি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৮:১০

মেয়ের জামাইয়ের সঙ্গে সম্পর্ক, অন্তঃসত্ত্বা হওয়ার পর আতঙ্কে শাশুড়ি

ছবি : সংগৃহীত

মেয়ের জামাইয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন এক নারী। তবে গোপনে সেই গর্ভপাত করান তিনি। ১৬ বছর ধরে সেই গোপন সত্য লুকিয়ে রাখলেও এখন আতঙ্কে দিন কাটছে তার। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে নাম প্রকাশ না করে এ ঘটনা জানান ওই নারী। 

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ওই নারীর বয়স যখন ৩৮ বছর তখন তিনি মাদক ও অ্যালকোহলের নেশায় আসক্ত ছিলেন। সে সময় তার ১৮ বছর বয়সী মেয়ে ২৪ বছর বয়সী যুবক হ্যারির সঙ্গে সম্পর্কে ছিলেন। তবে কিছুদিন পর তাদের সম্পর্ক ভেঙে যায়।

এরপর হ্যারি তার দিকেও আকৃষ্ট হতে শুরু করেন। প্রথমে এড়িয়ে গেলেও পরে হ্যারির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। হ্যারির কাছ থেকে মাদক নেওয়ার পাশাপাশি চলতে থাকে তাদের গোপন সম্পর্কও। কয়েক মাস পর তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তবে বিষয়টি কাউকে না জানিয়ে গোপনে গর্ভপাত করান।

গর্ভপাতের দুই বছর পর মাথায় যেন বাজ পড়ে তার! জানতে পারেন, তার মেয়ে আবারও হ্যারির সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। ভয়ে তিনি হ্যারির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। ভবিষ্যতের কথা ভেবে হ্যারিও তা গোপন রাখার সিদ্ধান্ত নেন।

এরপর কেটে গেছে ১৬ বছর। মেয়ের সঙ্গে হ্যারির বিয়ে হয়েছে, তাদের সংসারে সন্তানও রয়েছে। কিন্তু নিজের গোপন সম্পর্কের কথা কেউ জানতে পারবে কি না, সেই দুশ্চিন্তায় প্রতিনিয়ত আতঙ্কে থাকেন তিনি।

শাশুড়ি ও জামাই একসঙ্গে থাকলেও দু’জনের মধ্যে সবসময়ই অস্বস্তি কাজ করে। ওই নারীর ভাষায়, ‘আমি জানি না, এই সত্য কোনো দিন প্রকাশ্যে আসবে কি না। যদি আসে, তাহলে আমার মেয়ের সংসার ধ্বংস হয়ে যাবে।’

এটিআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর