বাংলাদেশ ইউনিভার্সিটির দুই স্থাপত্য শিক্ষার্থীর আন্তর্জাতিক সাফল্য অর্জন

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১৭:২৮

বাংলাদেশ ইউনিভার্সিটির প্রথম বর্ষের দুই স্থাপত্য শিক্ষার্থী আন্তর্জাতিকভাবে সাফল্য অর্জন করেছেন। মেক্সিকোর ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটি (UNAM) কর্তৃক আয়োজিত ‘স্পেসিয়াল প্লাস্টিক সম্মেলন ২০২৫’ প্রতিযোগিতায় তারা গুরুত্বপূর্ণ পুরস্কার এবং সম্মান অর্জন করেছেন।
‘স্পেসিয়াল প্লাস্টিক সম্মেলন ২০২৫’ হল মেক্সিকোর জাতীয় স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য অনুষদের লুইস ব্যারাগান কর্মশালা কর্তৃক আয়োজিত একটি বার্ষিক প্রতিযোগিতা, যার ২৮তম সংস্করণ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতা বিশ্বব্যাপী প্রথম বর্ষের স্থাপত্য শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত, যেখানে স্থানিক ও প্লাস্টিক নকশার মাধ্যমে সৃজনশীলতার নতুন দিগন্ত উন্মোচনের সুযোগ তৈরি হয়।
এই প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থী এমা এশরাত তৃতীয় স্থান এবং এস.এম. আহাদুল ইসলাম দ্বিতীয় প্রশংসা পুরস্কার অর্জন করেছেন। তাদের এই অসাধারণ সাফল্য বিশ্ববিদ্যালয় ও দেশের জন্য এক বিশাল গর্বের বিষয়।
শিক্ষার্থী এমা এশরাত এবং আহাদুল ইসলাম তাদের এ সফলতার পেছনে বিভাগের শিক্ষকদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তারা বলেন, ‘মূলত স্যারদের সঠিক পরিকল্পনা এবং দিকনির্দেশনার কারণেই আমরা এই আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রতিভা প্রকাশ করতে সক্ষম হয়েছি। একই সাথে আমাদের বাংলাদেশ ইউনিভার্সিটির নাম সবার সামনে তুলে ধরতে সক্ষম হয়েছি, যা আমাদের জন্য এক বিশাল প্রাপ্তি।’
শিক্ষার্থীদের এ অসামান্য সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কাজী জামিল আজহার, ভাইস-চেয়ারম্যান স্থপতি ইকবাল হাবিব এবং উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। তারা পৃথক অভিনন্দন বার্তায় ভবিষ্যতেও শিক্ষার্থীদের এমন সৃজনশীল কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এমজে