-67de8090eab72.jpg)
বাংলাদেশের রপ্তানিখাতের উন্নয়ন এবং দক্ষ জনবল তৈরিতে কাজ করে যাচ্ছে ‘সুইলস’। গত ১৪ মার্চ রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সংগঠনটির নেতারা এ কথা জানিয়েছেন।
স্টোর, ওয়ারহাউজ, ইনভেন্টরি, লজিস্টিক ও সাপ্লাই চেইন ব্যবস্থাপনার কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে গঠিত সুইলস নেতারা জানান, দেশের উন্নয়ন এবং অর্থনৈতিক মুক্তি আনতে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সুইলসের উপদেষ্টা পরিষদের সদস্যরা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন রাজীব মহাজন (জি এম, ডেকো ইশো গ্রুপ), জসিম উদ্দিন (জিএম, সাদ গ্রুপ), এম এ সালাম সোহাগ (অ্যাসিস্ট্যান্ট চিফ কন্ট্রোলার, এয়ারপোর্ট), এবি সিদ্দিক মামুন (হেড অব ওয়ারহাউজ, এন.জেড গ্রুপ), আরিফ শতদল চয়ন (ডিজিএম, পলমল গ্রুপ), মফিদুল ইসলাম বেল্লাল (এজিএম, ইপিক গ্রুপ), শিশির দাস (এজিএম, জাবের জুবায়ের ফেব্রিক্স লিমিটেড), সাইফুল ইসলাম (হেড অব ওয়ারহাউজ, ফকির গ্রুপ), তোফাজ্জল হোসেন (সিনিয়র ম্যানেজার, ডেকো ইসো গ্রুপ), ইসলামুল হক বাপ্পি (ম্যানেজার, প্রীতি গ্রুপ), মো: তরিকুল ইসলাম এবং এস.এম শাহনেওয়াজ শরীফ শামীম (ম্যানেজার, ব্লু-প্লানেট গ্রুপ) সহ আরও অনেক গুণী ব্যক্তিত্ব।
অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। নেতারা বিশ্বমন্দার পরিস্থিতির মধ্যেও দেশের রপ্তানিখাতকে এগিয়ে নিতে সরকারের গৃহীত নানা পদক্ষেপের প্রশংসা করেন।
সুইলস নেতারা তাদের বক্তব্যে জানিয়েছেন, ভবিষ্যতে তারা দেশের অর্থনৈতিক মুক্তি ও রপ্তানিখাতের উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা পালন করবেন।
এমএইচএস