জেসিআই ঢাকা অ্যাসপিরেন্টস’র চেইন হ্যান্ডওভার অনুষ্ঠিত

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১৩:২৫

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা অ্যাসপিরেন্টস সম্প্রতি রাজধানীর ক্লাব ৮৯-এ জাঁকজমকপূর্ণ আয়োজনে তাদের ঐতিহ্যবাহী ‘চেইন হ্যান্ডওভার’ অনুষ্ঠান সম্পন্ন করেছে।
অনুষ্ঠানে বিদায়ী সভাপতি প্রকৌশলী মোহাম্মদ সালাহউদ্দিন আনুষ্ঠানিকভাবে নেতৃত্বের চেইন হস্তান্তর করেন নবনিযুক্ত সভাপতি ব্যারিস্টার এস.এম. আবিদ উর রহমানের কাছে।
এ সময় জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদ, সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান, ন্যাশনাল গভর্নিং বডির সদস্যবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেসিআই ঢাকা অ্যাসপিরেন্টস-এর প্রতিষ্ঠাতা ব্যারিস্টার রাফায়েলুর রহমান মেহেদিকে বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ও মেন্টর সামিয়া তাহসিনকে নতুন বোর্ড মেম্বাররা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
নবনিযুক্ত সভাপতি ব্যারিস্টার আবিদ উর রহমান তার বক্তব্যে আসন্ন বছরের পরিকল্পনা তুলে ধরে বলেন, ‘আমি কমিউনিটির উন্নয়ন, আন্তঃদেশীয় সহযোগিতা, উদ্যোক্তা তৈরি ও তরুণ নেতৃত্বের বিকাশে কাজ করতে চাই।’
উল্লেখ্য, ১২৭টি দেশে ছড়িয়ে থাকা শতবর্ষী সংগঠন জেসিআই-এর ‘চেইন হ্যান্ডওভার’ অনুষ্ঠানটি নেতৃত্ব পরিবর্তনের অন্যতম প্রতীক হিসেবে বিবেচিত।
এমএবি/এইচকে