Logo

অন্যান্য

ছাগলের মুখ বেঁধে ‘ধর্ষণ’, বাধা দেওয়ায় হামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১১:২৪

ছাগলের মুখ বেঁধে ‘ধর্ষণ’, বাধা দেওয়ায় হামলা

ছবি : সংগৃহীত

মাঠে চরতে দেওয়া একটি ছাগলের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। সোমবার (২৪ মার্চ) ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর থানায় এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, গতকাল দুপুরে ছাগলটিকে মাঠে চরতে ছেড়ে দেন মালিক। কিছুক্ষণ পর ছাগলকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। একপর্যায়ে ছাগলের গোঙানির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখেন, স্থানীয় এক যুবক গামছা দিয়ে ছাগলের মুখ বেঁধে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে। এসময় মালিককে দেখে অভিযুক্ত পালিয়ে যায়।

বিকেলে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা তৈরি হয়। পরে রাতের দিকে অভিযুক্ত যুবক মদ্যপ অবস্থায় ছাগল মালিকের বাড়িতে এসে পরিবারের সদস্যদের মারধর করে। এতে নারীসহ চারজন আহত হন। তাদের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


স্থানীয়দের দাবি, অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনা হোক। হরিশ্চন্দ্রপুর থানার এক কর্মকর্তা জানান, ঘটনার তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর