Logo

অন্যান্য

শতাধিক শিশুকে ঈদসামগ্রী বিতরণ

১৭ বছর ধরে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ফ্লাওয়ার্স বাংলাদেশ

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১৪:০৪

১৭ বছর ধরে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ফ্লাওয়ার্স বাংলাদেশ

প্রতি বছরের মতো এবারও ফ্লাওয়ার্স বাংলাদেশ সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আয়োজন করেছে ‘ঈদ উৎসব’। বৃহস্পতিবার (২৭ মার্চ) বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে শতাধিক শিশুর সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেয় সংগঠনটি। 

নতুন জামা, সেমাই, চিনি, পোলাওয়ের চাল, টুথপেস্ট, ব্রাশ, সাবান, নেইল কাটার, মেহেদি ও নানা রকমের চকলেট পেয়ে শিশুদের চোখে ফুটে ওঠে আনন্দের ঝিলিক। ১৭ বছর ধরে সংগঠনটি এ উদ্যোগ পালন করে আসছে। এর সদস্যরা নিজেদের ঈদের বাজেটের একটি অংশ উৎসর্গ করেন এসব শিশুর জন্য। 

শুধু ঈদ উৎসব নয়, ফ্লাওয়ার্স বাংলাদেশ শিক্ষাবৃত্তি, ব্লাড ক্যাম্পিং, নতুন কর্মসংস্থান, মাদকবিরোধী সচেতনতা এবং শিক্ষা উপকরণ বিতরণসহ নানা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

২০০৫ সালের ২৫ আগস্ট প্রতিষ্ঠিত ফ্লাওয়ার্স বাংলাদেশ প্রথমে পুরান ঢাকায় কার্যক্রম শুরু করলেও এখন এটি সারা দেশে ছড়িয়ে পড়েছে। বিশেষ দিবসগুলোতে তারা নিয়মিত জনহিতকর কার্যক্রম পরিচালনা করে। 

এমএন/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর