Logo

অন্যান্য

মানবসেবায় অবিরত কাজ করে যাচ্ছে ‘আলোর পথে যুব সংঘ’

মেহেদী হাসান

মেহেদী হাসান

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১৮:১০

মানবসেবায় অবিরত কাজ করে যাচ্ছে ‘আলোর পথে যুব সংঘ’

২০১৯ সালের ১৫ জুন, একঝাঁক সৎ, উদ্যমী ও মানবসেবায় নিবেদিত তরুণদের হাত ধরে আত্মপ্রকাশ করে ‘আলোর পথে যুব সংঘ’। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটির মূল লক্ষ্য—মানবতার কল্যাণে কাজ করা।

সংগঠনটি অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য একের পর এক উল্লেখযোগ্য কার্যক্রম বাস্তবায়ন করেছে। প্রতিবছর দুই ঈদে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করে সকলের মাঝে বেশ প্রশংসিত হয়েছে।

এ ছাড়া, অসুস্থ ও দরিদ্র রোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তা, এতিম ও অসহায় মেয়েদের বিয়েতে সহযোগিতা এবং সমাজের নানা সামাজিক উদ্যোগে অর্থ ও শ্রম দিয়ে সহায়তা করে আসছে আলোর পথে যুব সংঘ।

সংগঠনটি শুধু আর্থিক সহায়তায় সীমাবদ্ধ নয়, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতেও সক্রিয়। প্রতিবছর আলোর পথে যুব সংঘের ব্যানারে আয়োজিত হয়ে থাকে একটি বার্ষিক ওয়াজ মাহফিল।

আর একটি ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ হলো সংগঠনটির নিজস্ব ব্লাড ব্যাংক। এই ব্লাড ব্যাংকের মাধ্যমে বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে অসুস্থ রোগী, রক্তশূন্য মায়েসহ জরুরি রক্তপ্রয়োজনীয় রোগীদের জন্য রক্তের ব্যবস্থা করা হয়।

আলোর পথে যুব সংঘের সদস্য ইতালি প্রবাসী মো. রাব্বি হোসেন জানান, তাদের সংগঠনটি পরিচালিত হয় সম্মিলিত সিদ্ধান্তে—এখানে নেই কোনো সভাপতি কিংবা কোনো সাধারণ সম্পাদক। সকল কার্যক্রম সদস্যদের পারস্পরিক মতামতের ভিত্তিতে পরিচালিত হয়।

তিনি আরও জানান, তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে আরও বৃহৎ পরিসরে সমাজসেবা। তাদের লক্ষ্য, সাধারণ মানুষের জন্য একটি বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করা এবং একটি বৃদ্ধাশ্রম ও প্রবীণদের জন্য কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করা।

এরই মধ্যে ‘আলোর পথে যুব সংঘ’ তার মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজে একটি শক্তিশালী ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। তরুণদের এই মহতী প্রয়াস সমাজ পরিবর্তনের এক উজ্জ্বল আলোকবর্তিকা হয়ে উঠছে। 

ডিআর/বিএইচ 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর