কনে নয়, বরকে বিয়ে করলেন বিধবা শাশুড়ি! থানায় যুবক

অন্যান্য ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৩:০১

বিয়ে করতে গিয়েছিলেন ২২ বছরের আজিম। পাত্রী ঠিক হয়েছিল ২১ বছরের মানতাশা। সব প্রস্তুতি সম্পন্ন। কাজী যখন নাম ডেকে বিয়ের খুতবা পাঠ করছেন, তখনই গড়বড় টের পান বর। পাত্রীর নাম মানতাশা নয়, বলা হলো তাহিরা!
শুধু নামের গণ্ডগোল নয়, ওড়না সরাতেই সব পরিষ্কার হয়ে যায়! আজিম দেখতে পান, সামনে দাঁড়িয়ে থাকা নারীটি আর কেউ নন, তার পছন্দকৃত পাত্রীর মা তাহিরা! ৪৫ বছরের বিধবা তিনি। মুহূর্তেই বিয়ে আসর পরিণত হয় নাটকের মঞ্চে।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের মিরাট জেলার ব্রহ্মপুরী এলাকায়। যুবক মোহাম্মদ আজিমের সঙ্গে শামলি জেলার মানতাশার বিয়ে ঠিক করেন তার দাদা ও ভাবি।
৩১ মার্চ নির্ধারিত ছিল বিয়ের দিন। বাড়িতে সাজ সাজ রব, সব আয়োজন চূড়ান্ত। কাজী সাহেব আসেন, বিয়ের দোয়া শুরু হয়। কিন্তু পাত্রী হিসেবে নাম ডাকা হয় ‘তাহিরা’। আজিমের কানে বাজে গড়বড়ের ঘণ্টা।
তবু চারদিকের চাপে পড়ে বিয়েটা সম্পন্ন করেন আজিম। কিন্তু ওড়না তুলতেই ভেঙে পড়ে সব স্বপ্ন। চোখের সামনে দেখতে পান, মেয়ে নয়, কনে সেজে তাকে বিয়ে করেছেন বিধবা শাশুড়ি!
এ ঘটনায় চরম ক্ষোভে ফেটে পড়েন আজিম। সোজা গিয়ে হাজির হন থানায়। দায়ের করেন প্রতারণার মামলা। অভিযোগে বলেন, মেয়ের নাম করে বিয়ে ঠিক করেছিল পরিবার। কিন্তু বিয়ের আসরে মুখ ঢেকে এনে আমাকে শাশুড়িকে ধরিয়ে দিল! ৫ লাখ টাকাও নিয়েছে!
আজিম দাবি করেন, বিয়ের পর বিষয়টি জানাজানি হলে আমাকে চুপ থাকতে বলা হয়। না মানলে ধর্ষণের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুই পরিবারকে ডেকে থানায় বসায় পুলিশ। অবশেষে উভয়পক্ষের সমঝোতায় অভিযোগ তুলে নেন আজিম।
- এটিআর