Logo

অন্যান্য

ভালোবাসার আকাশে রঙিন প্রজাপতি উড়ুক বছর জুড়েই

মো. মুহাইমিনুল ইসলাম

মো. মুহাইমিনুল ইসলাম

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৭

ভালোবাসার আকাশে রঙিন প্রজাপতি উড়ুক বছর জুড়েই

আমি তোমাকে ভালোবাসি এর চেয়ে সরল এবং সুন্দর আত্মসমর্পণ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। ভালোবাসা ভালোবাসে ভালোবাসাকে ভালোবাসতে। ভালোবাসার জন্য ক্যালেন্ডারে আলাদা কোনো দিনের প্রয়োজন হয় না। প্রতিটি মুহূর্তই যেনো ভালোবাসাময়, স্নিগ্ধ এবং সুন্দর। ভালোবাসা কোনো নির্দিষ্ট দিনের নয়, এটি প্রতিদিনের, প্রতিটি অভ্যাসের, প্রতিটি মুহূর্তের। 

তবে ভালোবাসাকে চিরস্মরণীয় করে রাখতে প্রতিবছর একটি নির্দিষ্ট দিনে পালিত হয় ভালোবাসা দিবস।আজ প্রিয়জনকে হৃদয়ের কথা বলার দিন। আপনজনকে ভালোবাসার দিন। কারণ ১৪ ফেব্রুয়ারি ‘বিশ্ব ভালোবাসা দিবস’। বছরজুড়ে ভালোবাসা চললেও দিনটি যেন একটু বেশি করেই ভালোবাসার। এ দিনে নিজের ভালোবাসার মানুষকে প্রপোজ করা, বিভিন্ন উপহারের পাশাপাশি লাল গোলাপ দেওয়া, তাকে নিয়ে ঘুরতে বের হওয়াসহ নানা কর্মকাণ্ডে মেতে ওঠেন তরুণ-তরুণীরা। পুরুষরা লাল পাঞ্জাবি আর নারীরা লাল-সাদা শাড়ি বা অন্য পোশাক পরে বেরিয়ে পড়েন দিনটিকে বিশেষভাবে উদযাপনের জন্য।

ভালোলাগা থেকে ভালোবাসা, না ভালোবাসা থেকে ভালোলাগা এ নিয়ে মতপার্থক্য থাকলেও ভালোবাসার গভীরতম উপলব্ধি নিয়ে কোন বিতর্ক নেই। যদিও বলা হয় ভালোবাসার কোনো ঘড়ি নেই, নির্দিষ্ট কোনও দিন বা তারিখ নেই। সপ্তাহের সাত দিন এবং বছরের ৩৬৫ দিনই ভালোবাসার দিন। তবু ১৪ ফেব্রুয়ারিকে ভালোবাসা প্রকাশের একটি প্রতীক হিসেবে গণ্য করা হয়। যে কারণে এ দিনটিকেই ভালোবাসা প্রকাশের দিবস হিসেবে নেওয়া হয়েছে।

ভালোবাসা এমন এক অনুভূতি - যে  মানুষ ভালোবাসতে বাসতে একসময় নিজের চেয়ে অন্যকে বেশি ভালোবেসে ফেলে।যা প্রকাশের নির্দিষ্ট ভাষা নেই। ভালোবাসা একটি সুখের ছোঁয়া যে সবার হৃদয়ে থাকে। ভালোবাসার মানে রঙিন পাখির পাখায় সবুজ প্রশ্ন। ভালোবাসা মানে আমি তোমাকে অসংখ্যবার অসংখ্যভাবে ভালবেসেছি। ভালোবাসার জন্য অনন্তকালের প্রয়োজন নেই, একটি মুহুর্তই যথেষ্ট। 

ভালোবাসা হলো পৃথিবীর বিশুদ্ধতম অনুভূতি, অন্যের জন্য নিজের জীবন বাজি রাখার প্রতিশ্রুতি। সেখানে আছে  মান-অভিমান, সুখ- দুঃখ, তবে নেই কোনো বিরক্তি।  চারটি অক্ষরের এই 'ভালোবাসা' শব্দটা ছোট হলেও এর বিশালতা আকাশচুম্বী। ভালোবাসা চিরন্তন। সময়ের ব্যবধানে হয়তো বদলেছে ভালোবাসা প্রকাশের ধরন, তবুও এতো পরিবর্তনের ভিড়েও সেই প্রিয় মানুষকে একনজর দেখার আকুতি কিংবা তাকে খুশি করার প্রবণতায় আসেনি কোন পরিবর্তন। আজও এক অকৃত্রিম মায়াজালে প্রিয়জনকে ধরে রাখার প্রচেষ্টা কিংবা প্রিয় মানুষের হাসির কারণ হবার মরিয়া আমরা সবাই। সুখের অনুভূতি আর প্রিয়জনকে প্রাপ্তির আনন্দে ভরে যাক প্রতিটি হৃদয়। ভালোবাসা দিবসে পারস্পরিক বিশ্বাস, প্রতিশ্রুতি রক্ষা আর জীবন যুদ্ধে এক সাথে সূর্যাস্ত দেখার মধ্যে দিয়েই পূর্ণতা পাক সকল ভালোবাসা। আর প্রিয়োজনের জন্যই সাজানো থাকুক ক্ষুদ্র জীবনের সকল আয়োজন। তাই ভালোবাসার আকাশে রঙিন ঘুড়ি শুধু একটি দিন নয়, উড়ুক বছর জুড়েই। পরম যত্নে আর ভালোবাসায় কাছে থাকুক সব প্রিয়জন।

ভালোবাসা দিবসে অনেকেই ভালোবাসা নিয়ে অজস্র কবিতা আর গান সুরে-বেসুরে শোনাবে প্রিয়জনকে। প্রিয়তমার হাত ধরে কিংবা পাশে বসে অনেকেই রচনা করবে নিজেদের ভবিষ্যত। হয়তো এদিনেই বিভেদ ভুলে মিলন হবে দুই মনের। কেউবা অণুপ্রাণিত হবে সৃষ্টির প্রতি ভালোবাসায়। এদিনে চকোলেট, পারফিউম, বই ইত্যাদি প্রিয়জনকে উপহার দিবে অনেকেই। 

ভালোবাসা দিবসের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রিয়জনকে জানানো আপনার কাছে সে কতটা গুরুত্বপূর্ণ এবং কাছের। উপহারের পাশাপাশি ভালোবাসা হোক শুধু প্রেমের সপ্তাহ নয় সারা জীবনের। মনের মানুষকে ভালোবাসার কথা জানাতে পাঠান এই বিশেষ মেসেজ।

* শুধু আজ নয়, আমার কাছে প্রতিটি দিনই ভ্যালেন্টাইন্স ডে...অনেকটা ভালোবাসি তোমায়।   

* কল্পনাতে নয়, আমি বাস্তবে তোমায় চাই। ছলনাতে নয়, ভালোবাসায় আমি তোমাকে চাই, ক্ষণিকের জন্য নয়, চিরদিনের জন্য আমি তোমায় চাই।

*অনেক ভালোবাসি তোমায়, এভাবেই পাশে থেকো।  

তবে ভালোবাসা দিবসে ভালোবাসার শুভেচ্ছা শুধু প্রেমিক- প্রেমিকাই নয়, প্রযোজ্য বাবা-মা- ভাইবোন, বন্ধু সকলের ক্ষেত্রেই।

এই দিনটাতে কিছু রোমান্টিক মুহুর্তও দেখা যায়, টিপটা ঠিক কপালের মাঝে পরেনি। ঠিক করে দিচ্ছেন প্রেমিক। আবার শাড়ির গোছা টেনে সমান করে দিতেও দেখা যায়। উষ্কখুষ্ক চুল নিয়েই বেরিয়ে পড়েছে প্রেমিক। প্রেমিকা চুল ঠিক করে দিচ্ছে। অনেককে দেখা গেলো খানিকটা আড্ডা দিয়ে প্রিয়জনের হাত ধরে বইমেলায় ঘুরতে। বইও উপহার দেওয়াও যে প্রেমের বহিঃপ্রকাশ তা এখানেই ফুটে উঠেছে। ভালোবাসা দিবসে ২০ টাকার ফুল বিক্রয় হচ্ছে ১২০ টাকায়, তবুও নেই কোনো দর-কষাকষি।  প্রেমিকার মনকে জয় করে ভালোবাসার সুবাসিত মুহূর্ত কেনায় ব্যস্ত প্রেমিক। 

কিছু প্রেমিক তার প্রেমিকার মানঅভিমান ভাঙাতে বলতে দেখা যায়, তুমি সুন্দর তাই চেয়ে আছি সে কি মোর অপরাধ? ভালোবাসা দিবসের দিনেই আসে প্রেমের ঋতু বসন্ত। এই বসন্তে তাই একটাই প্রার্থনা- জীবন ‍সুন্দর হোক, আনন্দের হোক, ভালোবাসার হোক।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর