Logo

অন্যান্য

বাংলাদেশের খবরকে শিরীন’স কিচেনের শুভেচ্ছা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১১

বাংলাদেশের খবরকে শিরীন’স কিচেনের শুভেচ্ছা

বাংলাদেশের খবরের ইউটিউব চ্যানেলে ১০ হাজার সাবস্ক্রাইবার এবং ফেসবুক পেজে ১০ হাজার ফলোয়ার হওয়ায় শিরীন’স কিচেনের (Shireen's Kitchen) পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন এর স্বত্বাধিকারী শেফ এরীনা। 

শনিবার (২২ ফেব্রুয়ারি) এ উপলক্ষে শুভেচ্ছা উপহার হিসেরে তিনি নিজের ক্যাটারিংয়ের কেক পাঠান বাংলাদেশের খবরের কর্মীদের জন্য।

বাংলাদেশের খবরের হেড অব ডিজিটাল এডিশন হাসনাত কাদীর শিরীন’স কিচেনকে ধন্যবাদ জানান এবং তাদের জন্য শুভকামনা জানান। 

শেফ এরীনা ক্যাটারিং ও বেকিংয়ের কাজ করছেন ২০০৩ সাল থেকে। শুরুটা শখের বসে হলেও বিষয়ভিত্তিক বিভিন্ন কোর্স করে নিজেকে দক্ষ করেছেন পেশাদার কাজের জন্য। করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ টমি মিয়ার ইনস্টিটিউটে ১ বছরের কোর্স। যুক্তরাজ্যভিত্তিক কোর্স করে ব্লু রেডিসনে ইন্টার্নশিপ করেছেন তিনি। 

এখন এরীনা ক্যাটারিংয়ের পাশাপাশি নিজেও প্রশিক্ষণ দিয়ে থাকেন। 

তার শিরীন’স কিচেন অনলাইন বেসড কুকাপ, কুকেক, ফুস্টো, দুপুরের খাবার, বেকিং আইটেম, ফাস্টফুড আইটেম সরবরাহ করে থাকে। ঘরোয়া অনুষ্ঠানে খাবার ও বেকিং আইটেমও সরবরাহ করে এই প্রতিষ্ঠান। 

এরীনা তার উদ্যোগ শিরীন’স কিচেনকে দেশের সব প্রান্তে ছড়িয়ে দিতে চান। 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর