Logo

রাজনীতি

বিএনপির বর্ধিত সভা শুরু, ভার্চুয়ালি বক্তব্য রাখবেন খালেদা জিয়া

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৭

বিএনপির বর্ধিত সভা শুরু, ভার্চুয়ালি বক্তব্য রাখবেন খালেদা জিয়া

বিএনপির বর্ধিত সভা মিলনমেলায় পরিণত হয়েছে। সভায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি তৃণমূলের সাড়ে তিন হাজার নেতাকর্মীও অংশ নিয়েছেন। সভার মূল স্লোগান, ‘সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র।’

বর্ধিত প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে পবিত্র কোরআন তেওয়ালাতের মধ্য দিয়ে সভার উদ্বোধন হয়। এরপর দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শোকপ্রস্তাব উত্থাপন করেন। দেশে-বিদেশে গণতান্ত্রিক আন্দোলন ও জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভার সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভার উদ্বোধন ও সমাপনী পর্বে তিনি বক্তব্য রাখবেন। সভায় উপস্থিত রয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান ও হাফিজ উদ্দিন আহমেদ প্রমুখ।

এ ছাড়া দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, মহানগর, জেলা, থানা ও পৌর কমিটির সদস্যরা অংশ নিয়েছেন। সভায় সারা দেশ থেকে আগত নেতাকর্মীরা নিজেদের প্রত্যাশা তুলে ধরবেন এবং বিএনপি পরবর্তী কর্মকৌশল নির্ধারণ করবে।

  • ডিআর/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর