Logo

রাজনীতি

খালেদা জিয়ার নেতৃত্ব ইতিহাসে নজির হয়ে থাকবে : ফখরুল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৫

খালেদা জিয়ার নেতৃত্ব ইতিহাসে নজির হয়ে থাকবে : ফখরুল

বেগম খালেদা জিয়ার নেতৃত্ব বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটা নজির হয়ে থাকবে বলে মন্তব্য জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে আয়োজিত বিএনপির বর্ধিত সভায় এ মন্তব্য করেন তিনি।

এদিন বেলা ১১টা ৫ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভা শুরু হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভার উদ্বোধন ও সমাপনী পর্বে বক্তব্য দেবেন তিনি। আর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

ডিআর/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর