Logo

রাজনীতি

বক্তব্যে শব্দচয়নে সতর্ক থাকুন : তারেক

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৩

বক্তব্যে শব্দচয়নে সতর্ক থাকুন : তারেক

বক্তব্যে প্রশংসা করতে গিয়ে শব্দচয়নে সতর্ক থাকার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে আয়োজিত বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে উদ্বোধনী বক্তব্যে এ আহ্বান করেন তিনি।

তারেক বলেন, বক্তব্য প্রদানকালে আমাদের আরও সতর্ক থাকতে হবে। শব্দচয়নে সতর্কতা অবলম্বন করতে হবে।

এদিন বেলা ১১টা ৫ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভা শুরু হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করছেন তারেক। সভার সমাপনী পর্বেও বক্তব্য দেবেন তিনি। আর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

ডিআর/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর