Logo

রাজনীতি

যুক্তরাজ্যে থাকলেও জনগণের পাশে আছি : খালেদা জিয়া

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৫

যুক্তরাজ্যে থাকলেও জনগণের পাশে আছি : খালেদা জিয়া

যুক্তরাজ্যে থাকলেও জনগণের পাশে আছেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 

তিনি বলেন, দীর্ঘ ৬ বছর পর আপনার আবারও ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে একত্রিত হতে পেরেছেন। আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছি। ফ্যাসিবাদের আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং সম্প্রতি জুলাই-আগস্ট আন্দোলনে শাসকদের নির্মম দমন-নিপীড়নের কারণে গণহত্যায় শহীদ হয়েছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আহতদের প্রতি জানাচ্ছি সমবেদনা। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে আয়োজিত বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির স্বার্থে কাজ করার আহ্বানও জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা এমন কোনো কাজ করবেন না, যাতে আপনাদের এতদিনের সংগ্রাম-আত্মত্যাগ বিফলে যায়। 

এদিন বেলা ১১টা ৫ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভা শুরু হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করছেন তারেক। সভার সমাপনী পর্বেও বক্তব্য দেবেন তিনি।

ডিআর/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর