Logo

রাজনীতি

সরকার গোষ্ঠীস্বার্থ রক্ষায় জাতিকে বিভক্ত করছে : জিএম কাদের

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২২

সরকার গোষ্ঠীস্বার্থ রক্ষায় জাতিকে বিভক্ত করছে : জিএম কাদের

ছবি : বাংলাদেশের খবর

অন্তর্বর্তী সরকার গোষ্ঠীস্বার্থ রক্ষায় জাতিকে বিভক্ত করছে এবং বিরোধী দলের রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাপা চেয়ারম্যান বলেন, ‘আমরা সংসদে ও রাজপথে আওয়ামী লীগের সকল অন্যায়-অবিচার, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের নেতা-কর্মীরা হামলা-মামলার শিকার হয়েছে, অনেকে গ্রেপ্তার হয়ে জেল খেটেছেন, এমনকি রংপুরে আমাদের দুইজন নেতা শহীদ হয়েছেন।’

তিনি বলেন, ‘সরকার আমাদের অবদান অস্বীকার করতে চাইছে এবং সভা-সমাবেশে বাধা দিচ্ছে। মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে। বড় দুটি রাজনৈতিক দল সবসময় জাতীয় পার্টিকে ধ্বংস করতে চেয়েছে। আমাদের দলকে বিভক্ত করে দুর্বল করার চক্রান্ত করা হয়েছে। কিন্তু জাতীয় পার্টি জনগণের অধিকারের প্রশ্নে সবসময় রাজপথে ছিল এবং থাকবে।’

তিনি আরও বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনযাত্রা কষ্টকর হয়ে উঠেছে। রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হওয়ায় অর্থনীতিও বিপর্যস্ত। পরিবর্তনের হাওয়া বইছে, জনগণ পরিবর্তন চায়, আর জাতীয় পার্টিই সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে।’

সভায় জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারসহ দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এনএমএম/এমআই
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর